“আবাম ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে এবং electiva foundation এর সহযোগীতায় সাম্প্রতিক বন্যা ও ভূমিধস কবলিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে গত ২৭ শে সেপ্টেম্বর ২য় বারের মত দ্বীপাঞ্চল মহেশখালীর কালামার ছড়ায় ক্ষতিগ্রস্তদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ ক্যাম্প পরিচালনা করা হয়। পিছিয়ে পড়া নারীদের সমস্যাগুলো বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সমাধান করা হয়।
এতে সহযোগিতা প্রদান করে ইলেক্টিভা ফাউন্ডেশন ও আবাম ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। এই স্বাস্থ্য সেবা ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা মেডিসিন, চর্ম, গাইনী, শিশু , কিডনি , হৃদরোদ ,ডেন্টাল ও নক কান ছেদন বিষয়ে সেবা প্রদান করা হয়। উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন –
- ডাক্তার আব্দুল কাদের
- ডাক্তার মুজাহিদুল ইসলাম
- ডাক্তার মোঃ মাহফুজুল হক
- ডাক্তার জি এম সেলিম
- ডাক্তার সুমন সেন
- ডাক্তার তাইফুল হাসান মিশুক
- ডাক্তার ঈশিতা হাসান আয়েশা
- ডাক্তার মোঃ আজমুল হুদা
- ডাক্তার মোঃ তাজরিয়ান বুলবুল
- ডাক্তার মোহাম্মদ ইসমাইল
- ডাক্তার অভিজিৎ বড়ুয়া
- ডাক্তার সৈকত বড়ুয়া
- ডাক্তার শাহরিয়ার মোহাম্মদ জুবায়ের
- ডাক্তার মোঃ আজমল হুদা
- ডাক্তার আরিফুল ইসলাম
- ডাক্তার সুজাউদ্দিন ফারুক সোহান
এবং আবাম ফাউন্ডেশন বাংলাদেশ’র প্রতিনিদি হিসেবে উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ’র উপদেষ্টা ও মহেশখালী উপজেলা সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন, সভাপতি মোঃ শামসুল আলম খান মুরাদ, সাধারণ সম্পাদক রাশেদ উল্লাহ, কোষাধ্যক্ষ আকন্দ হাসান মাহমুদ, মোসাদ্দেকুর রহমান ফয়সাল, , আব্দুল মালেক, হাফেজ ইব্রাহিম, শোয়াইব বিন হাসান , সেজাউল করিম মনি , রকিবুল হাসান ,হাসানুল বান্না সহ স্থানীয় সদস্যবৃন্দ ।
এতে প্রায় ১৯৮০ জন মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছেন ।